প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লায় উচ্চ মাধ্যমিক স্তরের অধ্যক্ষগণের ২৭তম “শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণের মূল্যায়ন পরীক্ষায় প্রথম হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজের ৩০ জন অধ্যক্ষ ২০ দিনের এ প্রশিক্ষণে অংশ নেন। ১৪ মে এ প্রশিক্ষণ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লায় শুরু হয়েছিল।
২ জুন বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস ছালাম। দুই ঘন্টার লিখিত মূল্যায়ন পরীক্ষায় এ প্লাস সহ প্রথম স্থান লাভ করায় সেরা তিনজন অধ্যক্ষকে অনুষ্ঠানে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এর মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সেরা হিসেবে পুরস্কার গ্রহণ করেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি, কুমিল্লার পরিচালক প্রফেসর রেহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন পরিচালক বদরুন নাহার। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মেহেদী হাসান, উপ পরিচালক মো.কামরুজ্জামান।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যক্ষ জামাল উদ্দিন, উপাধ্যক্ষ শাহিন আল রাজী, নার্গিস সুলতানা লতা। প্রশিক্ষণ উপলক্ষে ‘ফিরে দেখা ‘ নামে প্রকাশিত স্মরণিকাটিও যৌথভাবে সম্পাদনা করেন অধ্যক্ষ আল মামুন।
সেরা অধ্যক্ষের পুরস্কার লাভ করায় মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানিয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আব্দুল কবির ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী মো. আজিজুল হাসান চৌধুরী।