বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবলে নিখোঁজের ১৩ ঘন্টা পর দরবেশ আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার লামাতাসি ইউনিয়নের ছোয়াপুর গ্রামের পাশে যোজনাল নামক নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দরবেশ আলী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শংকরসোনা গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র। সে গত সোমবার তার মা রহিমা খাতুনের সাথে বাহুবল উপজেলার ছোয়াপুর গ্রামে তার খালু সাহেব আলীর বাড়িতে আসে কবিরাজি চিকিৎসা করানোর জন্য। মঙ্গলবার দুপুরে খালুর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ দরবেশ আলী। তবে এ ব্যাপারে থানায় কোন জিডিএন্ট্রি করা হয়নি।
আজ বুধবার ( ১ জুন) সকাল ৭টার দিকে বাড়ির সামনে যোজনাল খালে দরবেশ আলীর মৃতদেহ দেখতে পান তার খালু সাহেব আলী। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই রফিক মোল্লার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।