মাধবপুর প্রতিনিধি :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাধবপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ জুন) সকালে উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রনি, স্যানিটারি ইন্সপেক্টর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ক্লিনিকগুলোর নিবন্ধন ও সময় মতো কাগজ পত্র দাখিল না করায়, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় না রাখাসহ বিভিন্ন কারণে,আল সেফা ডায়াগনষ্টিক সেন্টার, ডক্টর ডায়াগনষ্টিক সেন্টারসহ তিনটি ডায়াগনষ্টিক থেকে ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন জানান, মাধবপুরে উপজেলায় লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিকসমূহের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় অভিযান চলমান রয়েছে । বেসরকারি ক্লিনিক সমূহের লাইসেন্স না থাকা,পরিবেশ ছাড়পত্র না থাকা,পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি যাবতীয় বিষয়ে পরিচালিত প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।