ডেস্ক :
শায়েস্তাগঞ্জ উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মামুন চৌধুরী এর আম্মা পৌর এলাকার সাবাসপুরস্থ নিজ বাড়িতে বুধবার সকাল সাড়ে ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)৷
মরহুমার মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন- দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আব্দুর রকিব, সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, বার্তা সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদসহ সকল প্রতিনিধিগণ।
শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমার জানাজার নামাজ আজ দুপুর ২ টায় পুরানবাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।