মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ক্লিনিক খোলা রাখার অপরাধে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবং বৈধ কাগজপত্র না থাকায় আরো ৩ টি ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা জরিমানা সহ ২ টি ডায়াগনস্টিক সেন্টার কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
আজ ( সোমবার) সকালে সহকারী কমিশনার(ভুমি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাধবপুর পৌর শহরের প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল অভিযান চালিয়ে সতর্কতার পরও অবৈধ ভাবে খোলা রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওইদিন দুপুরে মনতলা বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় নুসরাত জেনারেল হাসপাতাল, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার , মিজান ডেন্টাল ক্লিনিক কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও মিজান ডেন্টাল ক্লিনিক কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ২৮ মে মাধবপুর প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতাল কে বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম।
সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন প্রাইম হাসপাতালে গিয়ে ওই প্রতিষ্টান ২ টির মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করেন।