আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
চুনারুঘাটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসুচীর অংশ হিসাবে মিছিল দেয়ার সময় পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ হয়।এ সময় উপজেলা তাতীদল সভাপতি মানিক মিয়া(৫৫)কে আটক করা হয়।
(২৯ মে) রবিবার বিকালে উপজেলার পৌর শহরের দক্ষিণ বাসট্যান্ড থেকে উপজেলা ছাত্রদল সেক্রেটারী মারুপ আহমেদ এর নেতৃত্বে একটি মিছিল বের হয়।এ সময় চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ সহ একদল পুলিশ বাধা প্রদান করেন।
এক সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি ও দন্তাদন্তি শুরু হয়।এক পর্যায়ে সংঘর্ষ বাধলে ছাত্রদল কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।এতে এসআই অজিত কুমার তালুকদারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।ছাত্রদল সেক্রেটারী মারুপ আহত হয়।
এ ঘটনায় চুনারুঘাট বাজার থমথম অবস্থা বিরাজ করছে।বিএনপিও সহযোগী সংঘটনের নেতারা উপজেলার হাজী আলিম উল্যা মাদ্রার পার্শে অবস্থান করছেন।এবং পুলিশ মধ্য বাজার অবস্থান করছে।
খবর পেয়ে হবিগঞ্জের এডিশনাল এসপি ও মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি মহসিন আল মুরাদ চুনারুঘাটে অবস্থান করছেন।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন,ছাত্রদল কর্মীরা মারমুখি আচরন করলে পুলিশ বাধা দেয়, এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে ৪ পুলিশ আহত হয়।