আলমগীর কবির, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে রবিবার সকালে প্রণোদনার ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
এ উপলক্ষে মাধবপুর বিআরডিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনার ঋণ দেয়া হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, পানি সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো.ফয়সাল চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।