স্টাফ রিপোর্টার :
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নের উপর মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জে এসেছেন।
তিনি আজ বাহুবল উপজেলার পুটিজুরী দ্যা প্যালেস রিসোর্ট এ উক্ত র্কমশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার বিকালে দ্যা প্যালেস রিসোর্ট এ সচিব এবং তার সহ-ধর্মিনী সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহারকে ফুল দিয়ে বরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, স্টাফ অফিসার বায়েজিদ বিন মনসুর, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান প্রমুখ।