জামাল হোসন লিটন,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে সাটিয়াজুড়ী ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ হাবিবুর রহমান।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এড.আবু জাহির এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড.আকবর হোসেন জিতু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড.আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি চৌধুরী শামছুরনাহার, সৈয়দ মোতাব্বির আলী, মদরিচ মিয়া মহালদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার,পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী প্রমূখ।