জামাল হোসেন লিটল,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে নিহত ফুলবানুর পরিবার পেলেন সরকারি সহায়তা।
শুক্রবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর ক্যাশ কর্মসূচির আওতায় ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, গাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব, ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম আহমেদ সোনাই মিয়াসহ উপকারভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে বৃহস্পতিবার ( ২৬ মে ) সকাল ১০টায় আকষ্মিত বজ্রপাতে চেরাগ আলীর স্ত্রী ফুলবানু (৫০) নিহত হয়।