রায়হান আহমেদ :
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় চুনারুঘাটে বজ্রপাতে নিহত মহিলার পরিবারকে সরকারি সহায়তার ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে বজ্রপাতে নিহত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে নিহতের পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, গাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সেলিম আহমেদ সোনাই মিয়া সহ উপকারভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ মে) সকালে গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের চেরাগ আলীর স্ত্রী ফুলবানু বজ্রপাতে নিহত হন। এসময় বজ্রপাতে তার দু’টি গরুও মারা যায়।