সৈয়দ সালিক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মাধ্যমে উপমহাদেশের মানুষকে অধিকার আদায়ে সোচ্চার করে তুলেছিলেন। ব্রিটিশের বন্দিশালায় কারাবরণ করেছেন, কিন্তু মাথা নত করেন নাই।
তিনি ছিলেন একাধারে মানবতার কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, ধর্মের কবি। সাম্য মৈত্রির জন্য সমাজে কাজ করে গেছেন। তিনি ছিলেন অদম্য প্রেরণার এক জলন্ত উদাহরণ। কষ্টের বেড়াজালকে ছিন্ন করে তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। তার লেখনি নিয়ে আজ সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয়। তাই আমাদের নতুন প্রজন্মকে নজরুলের জীবন ইতিহাস সম্র্পকে ব্যাপক জানতে হবে।
বুধবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৩টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষাথর্ীকে গান ও আবৃতির উপর পুরস্কার প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধূরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, নজরুল একাডেমি সিলেট বিভাগের সমন্বয়কারী আব্দুল আওয়াল তালুকদার, তাহমিনা বেগম গিনি প্রমুখ।
প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী বৃন্দাবন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম।