চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সনাতনী শীল যুব সংঘের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সনাতনী শীল যুব সংঘের সভাপতি সমীরণ চন্দ্র শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুভাষ চন্দ্র চন্দ (মাস্টার)।
অর্থ সম্পাদক মিঠুন চন্দ্র শীলের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীল, সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রিংকু চন্দ্র শীল, ঝুটন চন্দ্র শীল, অর্থ সম্পাদক নয়ন মনি শীল, ধর্ম বিষয়ক সম্পাদক শুভ চন্দ্র শীল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পীযুষ চন্দ্র শীল, রনি চন্দ্র শীল, শান্ত চন্দ্র শীল,পিংকু চন্দ্র শীল, বিশ্বজিৎ চন্দ্র চন্দ, সজিব চন্দ্র শীল, সুজন চন্দ্র শীল, অসীম চন্দ্র শীল, ভানু চন্দ্র শীলসহ অনেকেই।
এ সভায় সকলের সর্বসম্মতিক্রমে ত্রি- বার্ষিক কমিটি করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ, এই ৪বছরে সংগঠনটি দেশ ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা সমন্বয়ে সামাজিক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন।