এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে অর্থসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করেন কালেঙ্গা বিট অফিসার এবং চুনারুঘাট থানা পুলিশ।
উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজার সংলগ্ন লাইসেন্সবিহীন পরিচালিত ২টি করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে (১) মোঃ তাহের মিয়া (৪০) পিং মৃত আঃ বারিক, সাং সাদেকপুর, চুনারুঘাট এবং (২) মো: মতিন মিয়া (৪৫) পিং মৃত রইছ উল্লা সাং নারিকেলতলা, বাহুবল প্রত্যেককে ২ মাস কারাদন্ড এবং ২০০০/- টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেয়া হয়।