বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে দেশীয় মাছের পোনা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
২৩ মে সোমবার সাড়ে ৫ টায় উদ্ধারকৃত পোনা স্থানীয় আদর্শ বাজারের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।
বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওর থেকে অবৈধভাবে দেশীয় মাছের পোনা ধরে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসার পর স্থানীয়দের হাতে আটক হয়।
এ সময় শোল,গজার ও টাকি মাছের পোনা উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং উপজেলা মৎস্য অফিসের লোকজন মাছের পোনা উদ্ধার করে অবমুক্ত করে দেন।
এলাকাবাসী জানান, ২নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাগড়াকোনা গ্রামের সুকুম আলীর ছেলে মোঃ ইমরান মিয়া (২৬) কাছ থেকে প্রায় ২ লক্ষ মাছের পোনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাছের পোনা গুলো বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম,মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী শাহ জুুবেদ আলীর উপস্থিতিতে প্রায় ২ লক্ষ পোনা অবমুক্ত করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন আল হাদী।