মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় রাণীগাঁও ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিকেলে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় রাণীগাঁও ইউনিয়ন ও পাইকপাড়া ইউনিয়ন
একাদশ মুখোমুখি হয়।
পাইকপাড়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে রাণীগাঁও ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড. আকবর হোসেন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, ৪নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, ৯নং ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাউন্সিলর আব্দুল হান্নান, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, যুগ্ন-আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজাহান সামী ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমূখ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ টিমের হাতে ট্রফি তুলে দেন।