বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে এটুআই কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে।
রবিবার (২২ মে) দিনব্যাপী এ প্রশিক্ষণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়েব পোর্টাল বাস্তবায়ন সংক্রান্ত্র প্রকল্পের প্রকল্প পরিচালক ( যুগ্মসচীব) ডঃ দওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, প্রশিক্ষণে জুম প্রোগ্রামের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে যুক্ত হন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল ইসলাম।
রিসোর্স পারসন হিসাবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচীব মোঃ দৌলতুজ্জামান খান, উপসচীব ও ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মোঃ শামছুজ্জামান, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর লাখাই উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম।
প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেবা সহজীকরণসহ তথ্যের অবাধ নিশচয়তা নিশ্চিতে ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছে এবং ন্যাশনাল ওয়েব পোর্টাল তার একটি বৃহৎ প্রমাণ। এর মাধ্যমে সেবাগ্রহীতারা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বসে ইন্টারনেট ব্যবহার করে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতি তার বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহিতার ও সেবা সহজীকরণের স্বার্থে এবং সরকারের উন্নয়ন কাজের প্রচার প্রচারণা ওয়েব পোর্টালে আপডেট রাখার প্রতি সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রতি গুরুত্বারোপ করেন।