ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দল এখন ঢাকায়। অবশ্য তাদের আসার কথা ছিল গতকাল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসায় একদিন পরে আসল কোহলি-রাহানেরা।
আজ ও আগামীকাল ভারত দল অনুশীলন করবে। ১০ জুন ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এরপর ১৫, ১৬ ও ১৭ জুন অনুশীলন করবে ভারত দল। ১৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ১৯ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
২০ জুন ভারত অনুশীলন করবে। ২১ জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে তারা। ২২ জুন রিজার্ভ ডে। তৃতীয় ওয়ানডের আগে ২৩ জুন ভারত দল অনুশীলন করবে। ২৪ জুন সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ধোনি বাহিনী। ২৫ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ জুন বাংলাদেশ ছাড়বে টিম ইন্ডিয়া।
সবগুলো ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রির। তবে সময়ের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে দিবারাত্রির ম্যাচ শুরু হত দুপুর দেড়টা কিংবা দুইটায়। কিন্তু সামনে রমজান মাস থাকায় ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। যাতে ইনিংস ব্রেকের সময় ইফতার করার সুযোগ থাকে।
দৈনিক শায়েস্তাগঞ্জ পাঠকদের জন্য বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি তুলে ধরা হল।
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি:
তারিখ ম্যাচ সময় ভেন্যু
১০ জুন, ২০১৫ টেস্ট সকাল ১০টা ফতুল্লা
১৮ জুন, ২০১৫ প্রথম ওয়ানডে বেলা ৩টা মিরপুর
২১ জুন, ২০১৫ দ্বিতীয় ওয়ানডে বেলা ৩টা মিরপুর
২৪ জুন, ২০১৫ তৃতীয় ওয়ানডে বেলা ৩টা মিরপুর।