স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল মাধবপুরে অভিযান চালায়।
এ সময় ১ হাজার ৫৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩টি মোবাইলসহ মোঃ শাহজাহান মিয়া (২৬) নামে এক মাদক কারবারি’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত শাহজাহান জানায়, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ক্রয় করে মাধবপুরসহ নিকটবর্তী এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।