স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তর পইল গ্রাম লন্ডভন্ড করে দিয়েছে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে। বেশ কয়েকটি বাড়ীঘর মাঠির সাথে মিশে গেছে। গাছপালা ঘরবাড়ি ধবংসের সাথে মারা গেছে গবাদি পশু। এতে প্রায় ৭লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খোলা আকাশের নীচে বসবাস করছে কয়েকটি পরিবার। সরকারীভাবে কোন সহায়তা এখনো পৌছায়নি এসকল মানুষের কাছে।
বৃহস্পতিবার ভোর রাতে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উত্তর পইল গ্রামের প্রায় ৬/৭টি বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় টিনের ও আধাপাকা কয়েকটি ঘর মাটির সাথে মিশে গেছে। ঝড়ে শান্তিনগরের মোঃ সারজত আলীর একমাত্র সম্বল গরুর গাভীটি চাপা পড়ে মারা গেছে। গাভীটির বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকারও বেশী হবে।
এছাড়া দরিদ্র সালাম মিয়ার বসত ঘরটি মাটির সাথে মিশে গেছে। সালাম মিয়া বলেন, ঘরটি সংস্কার করে মাথা গোজাবারমত সামর্থ্য আমার নেই। খোলা আকাশের নীচে ছেলে মেয়ে নিয়ে আছি।
পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, সংবাদ পেয়ে আমি ক্ষতিগ্রস্থদের বাড়ীতে গিয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে আমি অবগত করেছি।