নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুর নামক স্থানে আবারও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে।
১৮ মে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নছরতপুর গেইট নামক স্থানে ঢাকা ও সিলেটগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার গুরুত্বতর আহত হয়। আহত ড্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ১৭ মে মঙ্গলবার সকালে একই স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়।
জানা যায়, গত ২০/২৫ দিন আগে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে সওজ বিভাগের কিছু শ্রমিক নিম্ন মানের তৈলাক্ত বিটুমিন( কোটিং) ও পাথরের ডাষ্ট জাতীয় বালি দিয়ে সড়কে মেরামতের কাজ করে। এর পর থেকেই উক্ত সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বৃষ্টি হলেই উল্লেখিত স্থানগুলোর সড়ক হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী ও বিপদজনক।এই পর্যন্ত ১০/১২ টি দূর্ঘটনা হয়েছে যার ফলে শতাধিক লোক আহত হয়েছে।
এলাকাবাসী তারা এ প্রতিনিধিকে অভিযোগ করে বলেন আর কত সড়ক দুর্ঘটনা হলে কর্তৃপক্ষের টনক নড়বে ? উল্লেখিত স্থানগুলোতে একের পর এক সড়ক দুর্ঘটনা হওয়া এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।