আলমগীর কবির, মাধবপুর :
হবিগঞ্জে মাধবপুরে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাধবপুর উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেয় হবিগঞ্জ জেলা প্রশাসকের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
তিনি জানান, সড়কের বাসস্ট্যান্ডে ও উপজেলা পরিষদের সামনে পর্যন্ত মহাসড়কের প্রায় ১ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছে।
গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সার্ভেয়ার মোঃ আবুল খায়েরসহ মাধবপুর থানার পুলিশ সদস্যরা।