স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা উন্নয়ন কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা ও কালনী নদী থেকে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গনসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে, তাই যারা অবৈধভাবে এসব বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া ফিয়াজ তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা অবৈধভাবে মওজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো জানানো হয়, সাতছড়ি জাতীয় উদ্যানের রাস্তা ও জারুলিয়া উসমানপুর সড়কের ইছালিয়া ব্রিজের গাইডওয়াল মেরামতসহ জেলার অন্যান্য রাস্তা সমুহ দু্রততম সময়ের মধ্যে মেরামত করার জন্য।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, হবিগঞ্জ পৌরসভা মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শাকিল মোঃ ফয়সল, এনএসআই উপপরিচালক আজমুল হোসেন, কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ তমিজ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম, জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহুল্লা প্রমুখ।