চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে সোমবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাল্লা রোডের নিরঞ্জন সিটির সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ স ম কামরুল ইসলাম।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম নোমান, সহকারী সেক্রেটারি মীর সাহেব আলী ও ফুয়াদ হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ নাঈমুল হক তানজিল প্রমূখ।