স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে ২০২১-২০২২ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৬ মে/২০২২) কৃষি সম্প্রসারন অধিদফতর হবিগঞ্জের আয়োজনে কৃষক পুরষ্কার বিতরণী অনুষ্টান দুপুরবেলা হবিগঞ্জ খামারবাড়ি প্রাঙ্গনে কৃষি সম্প্রসারন অধিদফতর হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ নয়নমণি সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদফতর হবিগঞ্জের ভারপ্রাপ্ত উপ- পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ।
বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদফতর হবিগঞ্জের উপপরিচালক মোঃ তমিজ উদ্দীন খান, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিলেট অঞ্চলের মনিটরিং অফিসার জালাল উদ্দীন সরকার, তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের প্রথম পুরস্কার বিজয়ী কৃষক মোঃ বাহার উদ্দীন।
বক্তাগন বলেন আমাদের দেশে খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান তেলজাতীয় ফসলের ঘাটতি রয়েছে। শতকরা ৭০ ভাগ তেল আমদানি করতে হচ্ছে। এ আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল সরিষা, সূর্যমুখী ও তিল সহ তেলজাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির বিকল্প নেই। ফসলের প্যাটার্ন ভিত্তিক চাষাবাদের মাধ্যমে আমরা সহজেই তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে পারি।
এতে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক ভাবেও লাভবান হওয়া সম্ভব। এক্ষেত্রে কৃষকগনকে আরো উদ্যোগী হওয়ায় আহবান জানানো হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদফতর কর্তৃক মনোনীত তেলজাতীয় ফসলের বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫ জন কৃষকের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
পুরষ্কার প্রাপ্তরা হলেন, লাখাই উপজেলার কৃষক মোঃ বাহার উদ্দীন পেয়েছেন প্রথম পুরষ্কার।
দ্বিতীয় পুরুষ্কার পেয়েছেন লাখাইর মোঃ মুর্শেদ আলী, তৃতীয় পুরষ্কার পেয়েছেন যথাক্রমে (১) লাখাইর অপূর্ব সূত্রধর (২) বানিয়াচং এর তপন দেব ও (৩) নানু মিয়া।