নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারের পার্শ্ববর্তী স্থানে সোমবার ( ১৬ মে) বেলা ১ টায় ইট বোঝাই ট্রাকের চাপায় ফাহিম আহমেদ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এসময় প্রায় এক ঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালিয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের উল্লেখিত স্থানে বেলা ১টার দিকে সিলেটগামী ইট বোঝাই একটি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ধান কাটার মেশিন কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফাহিম আহমেদ নামের ওই কলেজ ছাত্র নিহত হন।
নিহত ফাহিম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের সাবেক ইউপি সদস্য সাজ্জাদ মিয়ার পুত্র। ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। গুরুতর আহত ধান কাটার মেশিনের ড্রাইভারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার খবর এবং কলেজ ছাত্র ফাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।