নিজস্ব প্রতিনিধিঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(১৪ মে) শনিবার দিবাগত রাতে বানিয়াচং থানার রাত্রিকালীন বিশেষ অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে এসআই অঞ্জন কুমার নাহা, এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই রাকিব,এসআই মনিরুল ইসলাম,এএসআই খালেক,এসআই মহসিন মিজি এর সংগীয় ফোর্সের সহায়তায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চেক ডিজাইনার মামলার সাজাপ্রাপ্ত আসামী সনজব আখঞ্জি,পিতা-মৃত জাফর আখঞ্জি, গ্রাম-আদমখানি, ডাকাতি মামলার আসামী মাহবুবুর রহমান কুটি মিয়া(৪০), পিতা-মৃত আলতাব হোসেন , গ্রাম-উজিরপুর, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী লাল মোহাম্মদ(৬০), পিতা-মৃত কোরফান উল্লা,ডালিম মিয়া(৩৬),পিতা-আঃ সহিদ,তায়েফ মিয়া(২৫),পিতা-আঃ সহিদ, সর্বগ্রাম-আমিরখানী, সৈদ্যারটুলা গ্রামের দাঙ্গা মামলার ঘটনায় জড়িত মোঃ মাজহারুল ইসলাম অপু(৩৪), পিতা-মৃত সফিকুর রহমান সফিক মিয়া(সৈদারটুলা লম্বাহাটি)এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী লাল মিয়া (৩৫), পিতা-আঃ সহিদ মিয়া,গ্রাম- হোসেনপুর কে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরান হোসেন বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাঁদের কে কারাগারে পাঠিয়েছেন।
তিনি আরো বলেন,সকল প্রকার অপরাধ দমনে আমাদের নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।