এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবনির্মিত ব্রিজের ধ্বসে পড়ছে ওয়াল গাইডের খুঁটি।
উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে উসমানপুর রোডে ব্রিজ এই বেহাল অবস্থা দেখা গেছে।বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে স্লোগান নিয়ে যখন দ্রুত গতিতে চলছে উন্নয়ন কার্যক্রম। ঠিক সেই মুহুর্তে উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত কিছু অসৎ ঠিকাদার কর্মকর্তাদের চোখের সামনেই হচ্ছে নিম্নমানের কাজ।
গাজীপুরের উসমান পুরে কোটি টাকার ব্রিজ নির্মাণ কাজে এমন অবস্থা দেখে গণযোগাযোগ মাধ্যমেও জোর প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দা গণ। কিন্তু কোন কাল ক্ষেপন না করে এভাবেই শেষ হয় ব্রিজ নির্মাণ কাজ।কিন্তু গেল দিনের বৃষ্টিতেই ব্রিজ ওয়াল গাইড খুঁটি ধ্বসে পড়ছে দেখে ফেরো নিন্দার ঝড় উঠেছে গন যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজাতের সাথে কথা হলে বিষয়টি সত্যতা নিশ্চিত করে।