স্টাফ রিপোর্টার ॥
বাহুবলে মোবাইল চার্জ দিতে গিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ২টার দিকে উপজেলার পুর্বরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পুর্বরসুলপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আম্বিয়া খাতুন ওই সময় নিজ ঘরে মোবাইল চার্জ দিচ্ছিলেন।
এতে বিদ্যুতস্পৃষ্ট হলে আহত হন। তাৎক্ষণিক স্বজনেরা বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।