বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) অনুষ্টিত হতে যাচ্ছে।
লাখাই উপজেলা প্রশাসনের আয়েজনে অনুষ্টিত এ টুর্নামেন্ট উপজেলার মাশাদিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ আগামী সোমবার (১৬ মে/২০২২) আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে।
সোমবার বিকাল ৩ টায় উদ্ভোধনী খেলায় এ- গ্রুপে খেলছে মুড়িয়াউক ইউনিয়ন দল বনাম মোড়াকড়ি ইউনিয়ন দল।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ২ ঘটিকায় মুখোমুখি হচ্ছে বি- গ্রুপের বামৈ ইউনিয়ন দল বনাম বুল্লা ইউনিয়ন দল। একই দিন বিকাল ৩ ঘটিকায় খেলায় অংশ নিচ্ছে সি- গ্রুপের লাখাই ইউনিয়ন দল বনাম করাব ইউনিয়ন দল।
বুধবার (১৮ মে) বিকাল ৩ ঘটিকায় খেলায় অংশ নিচ্ছে ডি- দল অর্থাৎ গ্রুপ “এ” বিজয়ী দল বনাম গ্রুপ “সি” বিজয়ী দল। শুক্রবার (২০ মে) ফাইনাল খেলা অনুষ্টিত হবে বিকাল ৩ ঘটিকায় । এ খেলাটি অনুষ্টিত হবে গ্রুপ “বি” বিজয়ী দল বনাম গ্রুপ” ডি” বিজয়ী দলের মধ্যে।