নবীগঞ্জ পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর সুন্দর আলীর কলেজ পড়–য়া পুত্র শয়ন আহমদের বিরুদ্ধে পাশের বাড়ির কলেজ পড়–য়া এক ছাত্রীকে প্রেম অতঃপর বিয়ের প্রলোভনে ধর্ষন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই নির্যাতিতা ছাত্রী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌর শহরের রাজনগর গ্রামের বাসিন্দা ২নং ওর্য়াড কাউন্সিলর মোঃ সুন্দর আলীর পুত্র নবীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ও ছাত্রদল নেতা শয়ন আহমদ দীর্ঘদিন ধরে তার নিকটাত্বীয় পাশের বাড়ির আব্দুল ওয়াহিদের বিএ প্রথম বর্ষের ছাত্রীর সাথে প্রেম প্রেম খেলায় ভালবাসার সর্ম্পক স্থাপন করে। ভালবাসার বেড়াজালে আটকা পড়ে একে অপরের মন। এমন সময় প্রেমিক শয়ন আহমদ প্রেমিকা সুমিনা বেগমের কাছে দৈহিক সম্পর্কের বায়না ধরে। কিন্তু বিয়ে আগে এ কাজ করা সম্ভব নয় সাফ জানিয়ে দেয় প্রেমিকা সুমিনা। নাচুর বান্দা প্রেমিক শয়ন। দৈহিক সম্পর্কের জন্য নানা ফন্দি খোজেঁ। বিয়ের আশ্বাসসহ নানা প্রলোভন দেয়। এতে কাজ না হওয়ায় এক পর্যায়ে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বিকাল বেলা শয়ন আহমদ প্রেমিকা সুমিনাকে হঠাৎ ফোন করে নবীগঞ্জ কলেজ ক্যাম্পাসে যেতে বলে। ভালবাসার টানে প্রেমিকে ডাকে সারা দিতে পরিবারের লোকদের নানা অজুহাত দেখিয়ে ক্যাম্পাসে যায়। সেখানে উপস্থিত ছিলেন শয়নের ৩ বন্ধু আল-আমীন, শাওন আহমদ ও সাজু মিয়া। বন্ধুদের স্বাক্ষী রেখে শয়ন একটি ষ্টাম্পে নিজে কাবিন নামা লিখে দস্তখত দেয় এবং সুমিনাকে স্বাক্ষর দিতে বলে। উভয় স্বাক্ষর শেষে স্বাক্ষী হিসেবে বন্ধুদেরও স্বাক্ষর নেয়া হয়। এরপরই শয়ন আহমদ প্রেমিকাকে জানায় ওই কাগজে লেখা অনুযায়ী ওই সময় থেকে তারা স্বামী-স্ত্রী। কথা থাকে কিছু দিন পরে শয়নের পরিবারকে ম্যানেজ করে বিবাহের আনুষ্টানিকতা সম্পর্ন করা হবে। পরিবার না মানলে কোর্ট ম্যারেজ করা হবে। সহজ সরল প্রেমিকা সরল বিশ্বাসে শয়ন আহমকে স্বামী জেনে তার জীবনের সব কিছু উজার করে দেয়। এরপর থেকেই চলে তাদের দৈহিক সর্ম্পক। ভুল করেও যেন বাচ্চা না হয় সে জন্য খাওয়ানো হয় বিভিন্ন ধরনের ঔষধ। এভাবে চলে প্রেমিক যোগলের সম্পর্ক। এরই মধ্যে সুমিনা বেগম প্রেমিক শয়নকে বিয়ের আনুষ্টানিকতার জন্য চাপ প্রয়োগ করে। আজ কাল করে শয়ন কালক্ষেপন করলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে ওই ৩ বন্ধুর সহযোগিতায় বিরোধের অবসান ঘটে। গত ১৯ মে রাতে শয়ন প্রেমিকার বাড়িতে গিয়ে সুমিনাকে জানায় পরদিন ২০ মে তারা হবিগঞ্জ র্কোট ম্যারেজ করতে যাবে তৈরী থাকার জন্য। এ সময় কৌশলে শয়ন সুমিনার কাছে থাকা লিখিত ষ্টাম্প নিয়ে আসে। ২ মে সকাল বেলা সুমিনা তৈরী হয়ে শয়নকে ্একাধিকবার ফোন দেয়ার পরও সে ফোন না ধরায় সন্দেহ দানা বাধেঁ। এক পর্যায়ে শয়ন ফোনে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে। হতভম্ব হয়ে পড়ে সুমিনা। দরজা বন্ধ করে কাদঁতে দেখে সুমিনা বেগমের পিতা-মাতা জানতে চাইলে সুমিনা সমস্ত ঘটনা খোলে বলে। আত্মীয়তার সুবাধে সুমিনার পিতা গ্রামের মুরুব্বী ও আত্মীয় স্বজনকে নিয়ে শয়নের পিতা-মাতার নিকট তার মেয়ের স্বর্বনাশের জন্য বিচার প্রার্থী হয়। একাধিকবার বসার পরও শয়ন আহমদের পরিবার এ ঘটনাটি স্বাভাবিক ভাবে মেনে নিতে নারাজ। সর্ব শেষ গত শনিবার রাতে পুণরায় শালিস বৈঠক বসে। ওই বৈঠকেও বিষয়টির কোন সমাধান না পেয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছে প্রেমিকা সুমিনা। এ ব্যাপারে সুমিনা জানায়, শয়ন একটি টক, প্রতারক। ভালবাসা ও বিয়ের নাটক করে সে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। তাকে ছাড়া সে বাচঁবে না। সুমিনা আইনের মাধ্যমে শয়নকে তার কাছে ফিরে পেতে চায়। এ ব্যাপারে শয়নের ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। কথা হয় শয়নের বন্ধু আল আমীন, শাওন আহমদ ও সাজু মিয়ার সাথে। তারা জানান গেল বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে শয়ন তাদেরকে ডেকে কলেজ ক্যাম্পাসে নেয়। তারা সেখানে গিয়ে সুমিনাকেও দেখতে পায়। এক পর্যায়ে শয়ন সুমিনাকে বিয়ে করেছে মর্মে একটি লিখিত ষ্টাম্প তাদের কাছে ধরে দিয়ে স্বাক্ষর দিতে বলে। তাদের জানামতে শয়ন সুমিনা স্বামী স্ত্রী। শয়নের অস্বীকারের ঘটনাটি দুঃখ জনক বলেও তারা উল্লেখ্য করেন। তারা আরও বলেন, স্বামী স্ত্রীর মতো চলাফেরা করে আজ শয়ন তা অস্বীকার করার ঘটনা মনুষ্যত্বকে হার মানিয়েছে। তাকে বন্ধু ভাবতেও তাদের ঘৃনা হয় বলে দাবী করেন। এদিকে এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে অলোড়ন সৃষ্টি হয়েছে। চলছে নানা সমালোচনা। সুমিনার পরিবার জানান, এ ঘটনার বিচার প্রার্থী হওয়ায় শয়নের পিতা স্থানীয় ওর্য়াড কাউন্সিল সুন্দর আলী এবং তার স্ত্রী নানা ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকী দিচ্ছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ সমাজপতিদের কাছে ন্যায় বিচার দাবী করেন।