এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১২ মে)সকাল ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য উপজেলা টাস্কফোর্সের মাধ্যমে বর্তমান বাজার মূল্য ও পূর্বের বাজার মূল্যের কিছু বিবরণী আলোচনা করা হয়।
উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ অসৎ ব্যবসায়িসহ বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী সিন্ডিকেটদের নিয়ন্ত্রণে আনার বিভিন্ন পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,অফিসার ইনচার্জ আলী আশরাফ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার ফাতেমা হক,শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা,আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোদাব্বের হোসেন,চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,মুহিতুর ফরাজি রুমন,এজাজ ঠাকুর চৌধুরী,আব্দালুর রহমান আবদাল,মোস্তাফিজুর রহমান রিপন,মানিক সরকার,ব্যকসের সহ সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ,সাংবাদিক আবু তাহের,
উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়াসহ উপজেলা প্রশাসন বিভিন্ন ও এনজিও কর্মকর্তা কর্মচারী গণ।