মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়ার ফাঁড়ির পুলিশ।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ছয়টা উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর চা বাগান উজান টিলা নামক স্থান থেকে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে মৃত মিছির আলীর ছেলে মোঃ সেলিম মিয়া(৩৮), মোঃ আব্দুল হাই ছেলে মোঃ স্বপন মিয়া(২২) ও মৃত ফজর আলী ছেলে মোঃ সোহেল মিয়া(২৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়ার ফাঁড়ির এএসআই মোঃ শরীফ উদ্দিন নেতৃত্বে জগদীশপুর চা বাগান উজান টিলা নামক স্থান থেকে ৮কেজি গাঁজাসহ ৩জন আটক করা হয়,তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।