নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নতুনব্রীজ গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ।
এ সময় সাত কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী রফিক মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন গোপন সংবাদ পেয়ে অভিযান করি। একজন মাদক ব্যবসায়ীকে ধরতে পারি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।