নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে মায়ের দোয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় সেলিনা আক্তার মায়া (৩৫) নামে এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান।তিনি শরিয়তপুরের নদিয়া উপজেলার খোড়াগাও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
রবিবার(৮ মে) ভোর ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব- ১৪-৩৬১৮) দেউন্দি মোড়ে পৌছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্স এন্ড সিভিল স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন ঢাকা থেকে সিলেট শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা।