সৈয়দ শাহান শাহ্ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারে কামারিরা অতিরিক্ত দাম আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, সুতাংশাহজীবাজারে সপ্তাহে রবিবার এবং বুধবারে দুটি বিরাট হাট বসে। আর উক্ত বাজারের কামার পট্টিতে কামারিরা দৈনন্দিন সাংসারিক কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের লোহার জিনিসপত্র বানিয়ে বিক্রি করেন। কিন্তু জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
কামারি ব্যবসায়ীরা মূল্য তালিকা মানছেন না। ফলে, প্রায়ই কামারিদের সাথে কথা কাটাকাটি এবং অশোভন আচরণ পাওয়া যায়। এব্যাপারে কেউ প্রতিবাদ করলে কামারিরা আরও উত্তেজিত হয়ে হাতাহাতির উপক্রম ঘটে। তাই এব্যপারে বাজার ইজারাদার এবং বাজার কমিটির হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ছে।