আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণ করতে নবীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিস্টেট উত্তম কুমার দাশের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট অবৈধভাবে গো ডাউনে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানাযায়, উপজেলায় সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সয়াবিন তেলের ডিলার মাধুরি স্টোর এর মালিক পরিতোষ পাল এবং কালী রায় এন্ড সন্স’র প্রোঃ কাজল রায়কে গোডাউনে তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
নবীগঞ্জ থানার এস আই দূর্গা কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। এসময় অন্যান্য তেল ব্যবসায়ীদের দোকান গোডাউন তল্লাশি করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানার তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ।