বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে স্নানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউপি সদস্য আহসান খান জানান, দুপুরে অমৃতা বাজারে শর্টসার্কিটের মাধ্যমে একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আঘা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মোজাম্মেল হকের মালিকাধীন ফার্মেসী ও ভুট্টা শীলের মালিকানাধীন সেলুন পুড়ে ছাই হয়ে যায়।