স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন টিকিট কালোবাজারী কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) রাত ৯ টায় গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোহাম্মদ মোরশেদ আলম ও এসআই সনজীত চন্দ্র নাথ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ট্রেন টিকেট কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান চালান ।
এসময় টিকেট কালোবাজারী করার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিনবড়চর গ্রামের আব্দুর নুরের ছেলে মোঃ সোহেল (৩২), একই গ্রামের আছকির মিয়ার ছেলে মোঃ হেলাল (২৯), ও হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগুনীপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ নুরুল ইসলাম শাহজাহান (৪৫), ট্রেনের টিকেট সহকারে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিকেট কালোবাজারী মোঃ সোহেল কে ২০ হাজার টাকা, মোঃ হেলাল কে ১৫ হাজার টাকা, মোঃ নুরুল ইসলাম শাহজাহান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।