শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শামীমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্লুটো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, জাতীয় পুষ্টি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না কোন খাদ্যে কি আছে। অনেকেই মনে করে থাকি বড় মাছ ও মাংসে হয়তো আমিষ থাকে বেশি। কিন্তু শাক-সবজি ও ছোট মাছে আমিষ ও পুষ্টি থাকে আরও বেশি। সেটা আমাদের জানতে হবে এবং সুস্থ থাকতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শতাধিক নারী-পুরুষের মাঝে পুষ্টি জাতীয় খাবার পরিবেশন করা হয়।