নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে নূরপুর ইউনিয়ন সংলগ্ন স্থানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন চেয়ারম্যান মুখলিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ইসহাক আলী সেবন,সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ।