হামিদুর রহমান,মাধবপুর থেকে : সিলেটের হযরতুল আল্লামা শামসুল উলামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীর সাহেব ক্বিবলার প্রতিষ্ঠিত মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ১২৫ টি হতদরিদ্র দুস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ১২৫টি নলকূপ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টার দিকে দারিদ্রজনগোষ্ঠির মাঝে নলকূপ বিতরণ উপলক্ষ্যে উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল কাজী বাড়ীতে সুন্দাদিল রাহমানিয়া সুপার দাখিল মাদ্রসার সুপার এবং মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের মাধবপুর উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা কাজী আলা উদ্দিন আহম¥দ দস্তগীরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন।বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাওলানা আঃ কাইয়ূম, মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের মাঠকর্মকর্তা আঃকুদ্দুস প্রমুখ।
মুসিলম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়,মুসিলম হ্যান্ডস ইন্টারন্যাশনাল ,বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক রেজিষ্ট্রার্ডকৃত একটি এনজিও( রেজিঃনং-৯৬৬,তারিখ ৩০/৮/১৯৯৫ ইং)।বাংলাদেশে সংস্থাটি ১৯৯৫সন হতে শিক্ষা,টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা,জাতীয় দূর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।
এ ব্যাপারে সুন্দাদিল রাহমানিয়া সুপার দাখিল মাদ্রসার সুপার এবং মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের মাধবপুর উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা কাজী আলা উদ্দিন আহম্মদ দস্তগীর বলেন,আমাদের দাতা মুসিলম হ্যান্ডস,ইউ.কে.রেজিষ্ট্রার্ড আর্ন্তজাতিক সাহায্য সংস্থা এবং বাংলাদেশের মতো বিশ্বের প্রায় ৫০ টি দেশে কার্যক্রম অব্যহত আছে।দারিদ্র জনগোষ্ঠির মাঝে সুপেয় পানির ব্যবস্থাকল্পে টিউবওয়েল স্থাপন সংস্থাটির একটি চলমান প্রকল্প।
এ পর্যন্ত সংস্থাটির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ২৭০০টি অগভীর নলকূপ স্থাপন করেছে।এরই ধারাবাহিকতায় এ বছর মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দারিদ্র জনগোষ্ঠির মাঝে সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১২৫ টি টিউবওয়েল স্থাপন করা হচ্ছে।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন বলেন,প্রকল্পটি আমার ইউনিয়নে বাস্তবায়ন করায় আমি সংস্থাটির সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।সংস্থাটির কার্যক্রমের ধারাকে আরও গতিশীল করতে এবং প্রকৃত সুবিধাভোগী যাতে এই সুবিধা পায় আমি সে ব্যাপারে সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।