নিজস্ব প্রতিবেদক :
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ সোহেল মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ, এসআই আবু বককার, এএসআই লোকেস দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার শ্বশুর ইউনুছ মিয়ার বাড়ী ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশে সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেলের বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর উপজেলার জয়নগর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। সে দীর্ঘ কয়েক বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে তার শ্বশুর ইউনুছ মিয়ার বাড়িতে থেকে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৫ কেজিসহ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ডালিম আহমেদ।