স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কতৃক আয়োজিত “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২” মাধ্যমিক পর্যায়ে ‘বাংলাদেশ স্টাডিজ’ বিভাগে কুমিল্লার উপজেলা পর্যায়ে সদর দক্ষিণ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অর্জন করে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের মোঃ বাদশা মিয়ার কনিষ্ঠ সন্তান মারুফ আহমেদ।
উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে দ্বিতীয়বার প্রতিযোগিতায় অংশগ্রহন করে। কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গত ২৪ এপ্রিল “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২” আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সদর দক্ষিণ উপজেলায় ১ম স্থান অধিকারী মারুফ আহমেদ। জেলায় পর্যায়ের উক্ত প্রতিযোগিতায় মারুফ আহমেদ দ্বিতীয় স্থান অর্জন করে। মারুফ আহমেদ ২০১৭ সালে হবিগঞ্জ জামেয়া সুন্নীয়া গাউছিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে পিএসসি পরীক্ষা পাস করে। হবিগঞ্জ সদর উপজেলা থেকে সফলতার সাথে পিএসসি সাধারন বৃত্তি লাভ করে।
২০১৮ সালে “কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল” ষষ্ট শ্রেনির ভর্তি পরীক্ষায় ৪২ তম স্থান অর্জন করে। বর্তমানে সে এই স্কুলের দশন শ্রেণির শিক্ষারর্থী ঐ শ্রেণির মেধা তালিকায় ষষ্ট স্থানে রয়েছে। তার স্বপ্ন একজন সৎ আদর্শবান ডাক্তার হওয়া। তার ভবিষৎ জীবন যেন সাফল্যময় হয় সে সবার কাছে দোয়া প্রার্থী।