স্টাফ রিপোর্টার :
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ কতর্ৃক আয়োজিত প্রতিযোগিতায় ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫জন শিক্ষাথর্ী অংশগ্রহণ করেন। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও গণিত, বাংলাদেশ বিষয়াবলী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ এই ৫টি বিষয়ে ৩টি বিভাগ থেকে ২৭জনকে নিবার্চিত করা হয়। নিবার্চিতদের মধ্য থেকে ১৫জন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার কথা থাকলেও বিশেষ চাহিদা সম্পন্ন ১জন শিক্ষাথর্ী না পাওয়ার কারণে ১৪জন শিক্ষাথর্ী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতার্ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া, সহকারী কমিশনার মঈন খান এলিস, জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহুল্লা প্রমুখ।
পরে বিভাগীয় কমিশনার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার নবনির্মিত ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।