আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে তানিশা আক্তার (৬) নামের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। তানিশা আক্তার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
জানা যায়, শনিবার রাতে কাল বৈশাখী ঝড়ে উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে ১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। খেলা করতে গিয়ে অসাবধানতা বশত শিশুটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক খুঁটি মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে এবং খুটি মেরামতের কাজে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে খুর্শি ইউনিয়নের চেয়ারম্যান ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করেন।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।