বাহুবল থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী আীরফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলছে।
জানা যায়, এইসএসসি পরীক্ষার কোচিং ফি ১হাজার টাকা বাধ্যতামূলক সহ অন্যান্য ফি বাড়তি রাখার প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা।
কলেজ কর্তৃপক্ষ ৪হাজার টাকা পরীক্ষার ফি ধার্য করেছে।
পরীক্ষার্থী মুন্না এ প্রতিবেদকে জানায়, সেশন ফি দেওয়ার সময় স্যাররা আমাদের কাছ থেকে এক হাজার পাচশত টাকা নিয়ে বলেছে ফরম ফিলাপের সময় আর দিতে হবে না। কিন্তু এখন তারা সেশন ফি তো নিচ্ছেই সাথে কোচিং ফি এক হাজার টাকা বাধ্যতা মূলক করেছে।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবর রহমান কলেজ ক্যাম্পাসের বারিন্দায় দাড়িয়ে ছাত্র ছাত্রীদের উদ্যেশে বলেন, একটা ছাত্রও যদি নির্ধারিত টাকায় ফরম ফিলাপ করে তাহলেও পরিক্ষা হবে। আর তরা বেশি বাড়াবাড়ি করলে তোদের অবস্থা থারাপ হবে।
বক্তব্যের পরপরই ছাত্রছাত্রীরা আবারও বিক্ষোবে ফেঠে পড়ে। কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোদ্ধ ছাত্রছাত্রীরা।
খবর নিয়ে জানাযায়,স্থানীয় শিক্ষক আ;লীগ নেতা আপ্তাব উদ্দিন ছাত্রছাত্রীদের সাথে সমঝোতা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, আন্দোলন যেহেতু হয়েছে পরীক্ষার ফি কমবে।