স্টাফ রিপোর্টার :
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় ধাপে আগামী ২৬ এপ্রিল সকাল ১১ টায় একযোগে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গূহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে হবিগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে শনিবার (২৩ এপ্রিল) বেলা ৩টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ গৃহ নির্মাণ ও উপকার ভূগীদের কাছে হস্তান্তর সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় জানানো হয় যে, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৩ ধাপে নির্মিত ৭৭৩ টি ঘর উপকার ভূগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা তথ্য অফিসার পবন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, শফিকুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক রাশেদ আহামেদ খান, আলমগীর খান সাদেক প্রমুখ।