স্টাফ রিপোর্টার :
নবীগঞ্জে মা বাবাকে নির্যাতনের লিখিত অভিযোগে ছেলেকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নেশার টাকার জন্য মা বাবাকে নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে সুমন আহমদকে (২৮) ১বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের আদালত।
বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নেশার টাকার জন্য মা বাবকে শারীরিকভাবে নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করার কারণে মা বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় আশপাশের লোকজন বিষয়টির ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।