বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সভা সঞ্চালণা করেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, পবিত্র রমজানের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত।
আর তাছাড়া মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক সৃজনশীল কার্যক্রম ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করে প্রশংসা কুঁড়িয়েছে। আমি আশাকরি তঁাদের মাধ্যমে বানিয়াচংয়ের ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়ন বিশদভাবে উঠে আসবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্তাকিন বিশ্বাস, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছামির আলী, সাবেক ব্যাংকার ফজলু মিয়া, এস আই সবুজ নাইডু, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, বানিয়াচং বিশ্ব প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ হোসেন খান সুমন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি এম এ ইকবাল হোসেন খান মনি, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহসভাপতি দেওয়ান শোয়েব রাজা, যুগ্ম সম্পাদক শামীম চৌধুরী,
কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, ইমতিয়াজ আহমেদ লিলু, সৈয়দ সাজ্জাদ হাসান ও বানিয়াচং হকার সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ প্রমুখ। পরে দেশও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।